মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিল্পকলায় বিজয়ের মহোৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় বিজয়ের মহোৎসব

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ স্লোগানে শিল্পকলা একাডেমিতে চলছে ‘বিজয়ের মহোৎসব-২০১৮’ শিরোনামের সাংস্কৃতিক উৎসব।

গতকাল ছিল সপ্তাহব্যাপী এ উৎসবের চতুর্থ দিন। এদিন বিকালে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে দেশের গানের সঙ্গে দলীয়নৃত্য পরিবেশন করে নাচের দল নটরাজ ও নৃত্যকথা। সংগীত পরিবেশন করেন বিজন মিস্ত্রি, চন্দনা মজুমদার, সোমা ব্যাপারী, ইউসুফ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল সংগীত দল। কনটেম্পরারি মিউজিক্যাল থিয়েটার ইম্প্রোভাইজেশন ‘খাঁচা ভাঙার গান’ পরিবেশন করে নাটকের দল প্রাচ্যনাট। ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের অংশবিশেষ পরিবেশন করে মহাকাল নাট্যসম্প্রদায়। অ্যাক্রোবেটিক শো পরিবেশন করে শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল। এ দিনের আয়োজনের শুরুতেই প্রামাণ্যচিত্র ‘বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইতিহাসের সন্ধানে’ ও ‘ফ্রোজেন টিয়ার্স’ প্রদর্শিত হয়। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নাচ, গান, নাটক, অ্যাক্রোবেটিক শো পরিবেশন করছেন শিল্পীরা। ২৭ ডিসেম্বর শেষ হবে সাত দিনের এ সাংস্কৃতিক উৎসব।

সর্বশেষ খবর