বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

৭৯ নির্বাচনী এলাকা সংখ্যালঘুদের জন্য ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯টি এলাকা ঝুঁকিপূর্ণ বলে মনে করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির হিসাবে, সারা দেশে অন্তত ৯৬টি নির্বাচনী এলাকা সংখ্যালঘু অধ্যুষিত। এসব এলাকায় তাদের ভোটার সংখ্যা ১২ থেকে ৪৯ ভাগ। এর মধ্যে ২৬টি ঝুঁকিপূর্ণ, ৫৩টি অতিঝুঁকিপূর্ণ। এ তালিকা গত সোমবার জাতীয় মানবাধিকার কমিশনে জমা দেন ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে, অতিঝুঁকিপূর্ণ এলাকাগুলো হলো— পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈল; দিনাজপুরের সদর, কাহারোল, বীরগঞ্জ, পার্বতীপুর, ফুলবাড়ী; নীলফামারীর  ডোমার, ডিমলা; ঝিনাইদহের কালীগঞ্জ, সদর; যশোরের বাঘারপাড়া, মনিরামপুর, অভয়নগর, সদর; বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী, রামপাল, মোংলা; খুলনার বটিয়াঘাটা, দাকোপ; সাতক্ষীরার তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর; টাঙ্গাইলের মির্জাপুর; নেত্রকোনার বারহাট্টা, সদর; মানিকগঞ্জের দৌলতপুর, ঘিওর, শিবালয়; রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি; মাদারীপুরের কালকিনি, সদর; মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর; চট্টগ্রামের সীতাকুণ্ড ও সিটি করপোরেশনের ৯ এবং ১০ নম্বর ওয়ার্ড; খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। ঝুঁকিপূর্ণ  উল্লেখযোগ্য এলাকাগুলো হলো— ঠাকুরগাঁওয়ের সদর, পীরগঞ্জ; দিনাজপুরের চিরিরবন্দর, খানসামা, বোচাগঞ্জ, বিরল; নীলফামারীর সদর, ঝালকাচা, কিশোরগঞ্জ; লালমনিরহাট সদর; রংপুরের গঙ্গাচড়া, বারগাঁও, তারাগঞ্জ; কুড়িগ্রামের সদর, ফুলবাড়ী, রাজেরহাট; জয়পুরহাটের সদর, পাঁচবিবি; নওগাঁর পত্নীতলা, বাদলগাছী, মহাদেবপুর; সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ; ঝিনাইদহের শৈলকুপা; যশোরের কেশবপুর; মাগুরার শ্রীপুর, সদর, শালিখা, মোহাম্মদপুর; নড়াইলের কালিয়া, সদর, লোহাগড়া; বাগেরহাটের সদর, কচুয়া; খুলনার দিঘলিয়া, রূপসা, তেরোখাদা, ডুমুরিয়া, ফুলতলা, খানজাহান আলী, কয়রা।

সর্বশেষ খবর