বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে তরুণরাই বড় ভূমিকা রাখতে পারেন

----- সায়মা ওয়াজেদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে তরুণরাই বড় ভূমিকা রাখতে পারেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, দেশের নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তরুণ-তরুণীরা। তারা নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারেন। গতকাল বিকালে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া ইশতেহার নিয়ে ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। আয়োজক সংগঠনের সিনিয়র অ্যানালিস্ট ও সমন্বয়ক ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ প্রমুখ। দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ-তরুণীরা অনুষ্ঠানে অংশ নেন। আগত তরুণ-তরুণীদের প্রশ্নেরও জবাব দেন অতিথিরা। সায়মা ওয়াজেদ হোসেন বলেন, মানসিক বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধক ও ক্ষতিকর দিকগুলো শিশু এবং তরুণদের বোঝাতে হবে। তরুণদের সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন জায়গায় সম্পৃক্ততা থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পাওয়া যায় তা গ্রহণ করার ক্ষেত্রে যাচাই-বাছাই করতে হবে। শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল বলেন, দেশের প্রায় ৫ কোটি শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছে। প্রতি বছর প্রায় চল্লিশ কোটি বই বিনামূল্যে দেওয়া হয়। এসব বই যদি একটার পর একটা সাজানো যায় তবে পুরো পৃথিবী তিনবার ঘুরে আসা যাবে। এই বাচ্চারা ভালোভাবে লেখাপড়া করলেই দেশটা এগিয়ে যাবে। তিনি বলেন, আওয়ামী লীগের ইশতেহার ভালোভাবে পড়ে দেখেছি। এ ইশতেহার যদি আমার কোনো ছাত্র লিখে আনত তবে তাকে এ-প্লাস দিতাম। শিক্ষা ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ফান্ড দেওয়া হচ্ছে। আগে এ ফান্ডের ব্যবস্থা ছিল না। আগামীতে শিক্ষায় সবচেয়ে বড় বরাদ্দ দেওয়া হবে। আমি আগ্রহ ভরে এ বরাদ্দের জন্য অপেক্ষা করছি। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, নারী উন্নয়নে রোল মডেল বাংলাদেশ। এদেশে নারীর ক্ষমতায়নে বিপ্লব ঘটেছে গত দশ বছরে। দেশের গার্মেন্ট সেক্টরে ২৪ লক্ষাধিক নারী কাজ করছে। এ ছাড়াও নারীদের বিভিন্ন খাতে সম্পৃৃক্ত করার মাধ্যমে সরকার নারী ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, গত দশ বছরে দেশের অর্থনীতিতে বিস্ময়কর সাফল্য এসেছে। অনেকে বিশ্বাস করেন না যে একটি দেশ এত অল্প সময়ে কীভাবে এত দ্রুত এগিয়ে গেছে! মঙ্গা শব্দটি দেশের কোথাও এখন খুঁজে পাওয়া যাবে না। দুরবিন দিয়েও দুর্ভিক্ষ শব্দটি খুঁজে পাওয়া যায় না এখন। বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, প্রত্যেক তরুণই একেকটি সম্ভাবনাময় বাংলাদেশ। তরুণদের প্রথম ভোট হবে উন্নয়নের পক্ষে, লাল সবুজের পতাকা ও মুক্তিযুদ্ধের পক্ষে। শান্তির পক্ষে। তরুণদের ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হবে। তরুণদের প্রথম ভোট অবশ্যই নৌকার বিজয়ের জন্য হবে। জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেন, ক্রিকেট অঙ্গনেও বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে। বাংলাদেশে ক্রিকেটের জোয়ার এসেছে। ভারতসহ বড় বড় দেশগুলোকে আমরা ক্রিকেটে হারিয়েছি। বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের খেলোয়াড়। তারুণ্যের শক্তি দিয়ে দেশ অনেকদূর এগিয়ে নেওয়া সম্ভব।

 দেশের ক্রীড়াঙ্গনে একের পর এক উন্নয়ন তরুণদের উদ্যমী হতে শেখায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অঙ্গীকার করলে তা পূরণ করেন। প্রতিশ্রুতি থেকে তিনি আমাকে বাড়ি করে দিয়েছেন।

সর্বশেষ খবর