শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোলায় সব খবর সবার আগে

ভোলা প্রতিনিধি

ভোলায় সব খবর সবার আগে

বাংলাদেশ প্রতিদিন কেন শীর্ষে- প্রশ্নে ভোলার অনেক পাঠকই বলেছেন, রাজনীতির খবর সবার আগে পাওয়া যায় বলে রাজনৈতিক সচেতনদের ভিতর এ পত্রিকার চাহিদা বেশি। হকারদের ভাষ্যও প্রায় একই।

ভোলায় বর্তমানে পত্রিকা বিক্রির তিনজন এজেন্ট রয়েছেন। তাঁরা হলেন- এনায়েত হোসেন, সুমন এবং মনির হোসেন। তাঁরা বরিশালের এজেন্ট আলম রকিদের কাছ থেকে কিনে এনে ভোলায় বাংলাদেশ প্রতিদিন বিক্রি করেন। এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় দৈনিক প্রায় আড়াই হাজার কপি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চাহিদা রয়েছে। তবে বাংলাদেশ প্রতিদিন যেহেতু ফেরত নেওয়া হয় না তাই ভোলার তিনজন এজেন্ট প্রায় দুই হাজার কপি বাংলাদেশ প্রতিদিন বিক্রি করেন। হকাররা জানান, কম টাকায় বেশি সংবাদ পাওয়া যায়, রাজনৈতিক সংবাদ বেশি থাকে এবং সবার চেয়ে বেশি রাজনৈতিক খবর মেলে বলে বাংলাদেশ প্রতিদিনের চাহিদা বেশি। তাছাড়া পত্রিকার মেকাপ-গেটাপ অর্থাৎ দেখতে বেশ সুন্দর ও আকর্ষণীয়। তবে এজেন্টদের দাবি, ভোলায় সরাসরি এজেন্ট দেওয়ার ব্যবস্থা করা হোক। তাদের আরও অভিযোগ, অন্যান্য জাতীয় পত্রিকাগুলো প্রতি বছর হকারদের বনভোজনের জন্য নগদ অর্থ, বর্ষায় রেইনকোর্ট বা ছাতা, প্রতিষ্ঠাবার্ষিকীতে টিশার্ট, নববর্ষের সময় ক্যালেন্ডার-ডায়েরি এসব দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশ প্রতিদিন থেকে কিছুই দেওয়া হয় না। হকারদের অভিমত, এসব সুযোগ-সুবিধা বাড়ালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিক্রি আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর