শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোটাধিকার প্রয়োগের আহ্বান বাম জোটের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বাম জোটের নেতারা। এ ছাড়া ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, এ দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নির্বাচন কমিশন ও সরকারকে বহন করতে হবে। গতকাল বেলা ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন বক্তারা।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতনসহ অন্যরা এতে উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, সারা দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। সরকার নির্বাচনে জেতার যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়ন করতে প্রশাসন, দলীয় সন্ত্রাসী বাহিনীসহ সব কিছুকে ব্যবহার করা হচ্ছে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সংবাদ সম্মেলন ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। বেলা সাড়ে ১১টায় পল্টনের মুক্তি ভবন মিলনায়তনে এর আয়োজন করা হয়েছে। গতকাল জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ খবর