মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

১৬টি আসনের মধ্যে হ্যাটট্রিক বিজয় ১০ মহাজোট প্রার্থীর

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

এক সময়ের বিএনপি জামায়াতের দুর্গ চট্টগ্রামে মহাজোটের ‘বিজয় রথ’। চট্টগ্রামের ১৬ আসনেই উড়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের পতাকা। বিগত তিনটি নির্বাচনে চট্টগ্রামের ১০টি আসনেই মহাজোট প্রার্থীরা করেছেন জয়ের হ্যাটট্রিক। যার মধ্যে একটি আসনে ‘ডাবল হ্যাটট্রিক’। চট্টগ্রামের ১৬টি আসনে বিগত তিনটি নির্বাচনে ১০টিতে টানা জিতেছে মহাজোট প্রার্থীরা। এর মধ্যে আটটিতে বিজয়ের হ্যাটট্রিক করেন প্রার্থীরা। একটি আসনে প্রতিটি নির্বাচনে ভিন্ন ভিন্ন প্রার্থী মনোনয়ন দেওয়া ব্যক্তিগত হ্যাটট্রিক না হলেও আসন জয়ের হ্যাটট্রিক করেছে মহাজোট। তবে আসন জয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন চট্টগ্রাম-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি রাউজান আসন থেকে টানা চারবার জিতেছেন। এ ছাড়া চট্টগ্রাম-১ আসন থেকে বিজয়ের হ্যাটট্রিক করেছেন প্রবীণ রাজনীতিবীদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি এ আসন থেকে এ নিয়ে মোট সাতবার বিজয়ী হয়েছেন। চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন থেকে টানা তিনবার জেতার মাধ্যমে হ্যাটট্রিক বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির প্রভাবশালী এ নেতা এ আসন থেকে সব মিলিয়ে ছয়বার বিজয়ী হয়েছেন। চট্টগ্রামে বিজয়ের ‘হ্যাটট্রিক’ করা অন্যান্যরা হলেন- সাবেক ড. হাছান মাহমুদ, মইন উদ্দিন খান বাদল, ডা. আফসারুল আমিন, এম এ লতিফ, শামছুল হক চৌধুরী ও সাইফুজ্জামান চৌধুরী (একটি উপনির্বাচনসহ)। এ ছাড়া নগরীর চট্টগ্রাম-৯ আসনে টানা তিনবার জিতেছে মহাজোট সমর্থিত             প্রার্থীরা। কিন্তু প্রতিবারই ভিন্ন ভিন্ন প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় ব্যক্তিগত হ্যাটট্রিক না হলেও এ আসনে হ্যাটট্রিক হয়েছে মহাজোটের। এবার এ আসনে প্রথমবারের মতো নির্বাচন করে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র মহিউদ্দিন পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামের ছয়টি আসনে টানা দুই বার জয় পেয়েছে মহাজোট প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-২ আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভা ারী, চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ দিদারুল আলম, চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নঈমউদ্দীন নদভী ও চট্টগ্রাম-১৬ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

 

সর্বশেষ খবর