শিরোনাম
মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এবারও সত্যি হলো সেই ‘বিশ্বাস’

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর স্মৃতিধন্য সিলেটের পরিচিতি সারা দেশে পুণ্যভূমি হিসেবেই। তাই নির্বাচনী যাত্রা বা কোনো বড় রাজনৈতিক কর্মসূচি শুরুর আগেই সিলেটে ছুটে আসেন দলগুলোর শীর্ষ নেতারা। পুণ্যভূমিখ্যাত সিলেট-১ আসন থেকে যে প্রার্থী বিজয়ী হন তার দলই রাষ্ট্রক্ষমতায় আসীন হয়- এমন লোকবিশ্বাস বা মিথ প্রচলিত আছে দীর্ঘদিন থেকে। দেশ স্বাধীনের পর থেকে ২০১৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১০টি সংসদ নির্বাচনে এর ব্যতিক্রম হয়নি। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমন লোকবিশ্বাস ছিল আলোচনায়। শেষ পর্যন্ত সেই বিশ্বাসই সত্যি হয়েছে। সিলেট-১ আসন থেকে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ড. এ কে আবদুল মোমেন। একই                 সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগও। দেশ স্বাধীনের পর থেকে ২০১৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সিলেট-১ আসনে চারবার করে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। আর দুবার বিজয়ী হন জাতীয় পার্টির প্রার্থী। সেই নির্বাচনগুলোর ফলাফলের দিকে তাকালে দেখা যায়, যখনই আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতাসীন হয়েছে তখনই সিলেট-১ আসন থেকে তাদের দলের প্রার্থীও বিজয়ী হয়েছেন। তাই সারা দেশে এই ‘মিথ’ প্রচলিত আছে যে, ‘সিলেট-১ আসন যার, সরকার তার’। ফলে পুণ্যভূমির এ আসনটি সারা দেশে লাভ করে বিশেষ মর্যাদা। মর্যাদাপূর্ণ এ আসনটি নিজেদের দখলে রাখতে সব সময়ই বড় দলগুলো এখানে মনোনয়ন দিয়ে থাকে হেভিওয়েট প্রার্থীদের। এবারও এর ব্যতিক্রম হয়নি।

 

সর্বশেষ খবর