শিরোনাম
মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কঠোর নজরদারির মধ্য দিয়ে থার্টিফার্স্ট নাইট উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ থার্টিফার্স্ট নাইট উদ্‌যাপিত হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও তল্লাশি চালায় র‌্যাব-পুলিশ। দিনটিকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নানা নির্দেশনা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে রাতে রাজধানী ঢাকা ছিল অনেকটা ফাঁকা। রাত সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গুলশান-২ এ নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে যান। একই সময় র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমদও সেখানে পরিদর্শন করেন। ডিএমপির নির্দেশনা অনুযায়ী রাতে পটকা, আতশবাজি, বেপরোয়া          গাড়ি,               মোটরসাইকেল চালনায় নিয়ন্ত্রণ করা হয়। নিষিদ্ধ রাখা হয় খোলা স্থানে উৎসব, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়া হয়। তবে এ এলাকার বাসিন্দাদের পরিচয় দিয়ে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়। গুলশান এলাকায় সন্ধ্যায় পরিচয় দিয়ে কাকলী ক্রসিং এবং আমতলী ক্রসিং দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়। এ এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে ফিরতে দেখা গেছে। সন্ধ্যা ৬টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি। বন্ধ রাখা হয় ঢাকার বারগুলো। এ সিদ্ধান্ত আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বলবৎ ছিল।

 

 

সর্বশেষ খবর