বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রংপুরে জামানত হারিয়েছেন জাপার উন্মুক্ত প্রার্থীরা

শাহজাদা মিয়া আজাদ ও রেজাউল করিম মানিক, রংপুর

একসময়ে জাতীয় পার্টির (জাপা) দুর্গখ্যাত রংপুরের তিনটি আসনে ভরাডুবি হয়েছে দলটির। সবকটিতে জামানত হারান জাপা প্রার্থীরা। এবার রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ), রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মহাজোটের উন্মুক্ত লড়াই হয়। অন্য তিনটি আসনে মহাজোটের অন্যতম শরিক জপা রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) ও রংপুর-৩ (সদর) আসনে এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। মহাজোটের এ তিনটি আসনের মধ্যে দুটিতে (রংপুর-১ ও রংপুর-৩) জাতীয় পার্টি জয় পেলেও উন্মুক্ত তিনটিতে ভরাডুবি হয়েছে। জানা যায়, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে এক লাখ ১৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ডিউক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী পান ৫৩ হাজার ৩৫০ ভোট। এই আসনে জাপার আসাদুজ্জামান চৌধুরী সাবলু পেয়েছেন ২৪ হাজার ১৭ ভোট। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আওয়ামী লীগের টিপু মুনশি ১ লাখ ৯৯ হাজার ৯৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৭ ভোট।

এই আসনে জাপার মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৭ হাজার ৪৩ ভোট। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ২ লাখ ৪৪ হাজার ৭৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ্ মো. সোলায়মান আলম পেয়েছেন ৬৪ হাজার ১৪৭ ভোট। এই আসনে জাপার প্রার্থী ফখর-উজ-জামান জাহাঙ্গীর পেয়েছেন ১২ হাজার ৫১৬ ভোট। রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জাপার মসিউর রহমান রাঙ্গা ১ লাখ ৯৮ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ রহমত উল্যাহ পেয়েছেন ১৯ হাজার ৪৯৩ ভোট। রংপুর-৩ (সদর) আসনে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পেয়েছেন ৫৩ হাজার ৮৯ ভোট। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগের শিরিন শারমিন চৌধুরী ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট। রংপুর-১ ও রংপুর-৬ আসনে বিএনপির দুই প্রার্থী জামানত হারালেও বাকি চারটি আসনে বিজয়ী প্রার্থীদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। অপরদিকে উন্মুক্ত তিনটি আসনেরই (রংপুর-২, রংপুর-৪ ও রংপুর-৫) জামানত হারিয়েছেন জাপা প্রার্থীরা।

সর্বশেষ খবর