বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বছরের শুরুতেই দাম বাড়ল সোনার

নিজস্ব প্রতিবেদক

বছরের শুরুতেই আবার বাড়ল সোনার দাম। আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় আজ থেকে সোনার দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম হবে ৪৮ হাজার ৯৭২ টাকা। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হতো ৪৭ হাজার ৪৫৬ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে সোনার দাম এক হাজার ৫১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল জানান, বর্তমান সোনার দাম বৃদ্ধি না করলে সাধারণ জুয়েলার্সগুলো লোকসানের সম্মুখীন হবে। সোনার নতুন দাম কার্যকর করা হলে প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম হবে ৪৬ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম হবে ৪১ হাজার ৬২৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ২৭ হাজার ৫৭৫ টাকা। প্রসঙ্গত এর আগে গত বছরের ২২ ডিসেম্বর বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোনার দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সে সময় ক্রেতাদের অনুরোধে বড়দিন ও ইংরেজি নববর্ষের কথা বিবেচনায় এনে সোনার দাম বৃদ্ধি না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর