বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন

তিনটি কেন্দ্রে পুনঃভোট ৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত ৩টি  ভোট  কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি  ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ওই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত তিনটি  ভোটকেন্দ্রে ৯ জানুয়ারি  ভোট  নেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ  দেওয়া হয়েছে। স্থগিত ওই তিনটি  কেন্দ্র হচ্ছে- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই তিনটি  কেন্দ্রে  মোট  ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪টি। আর প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি। এর আগে এ বিষয়ে ৩০ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ ফলাফল ঘোষণাকালে বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সর্বোচ্চ  ভোটপ্রাপ্ত ও তার নিকটতম প্রার্থীর  ভোটের ব্যবধান স্থগিত  কেন্দ্রের  থেকে কম হওয়ায় এ আসনের স্থগিত  কেন্দ্রের পুনঃভোটের প্রয়োজন হবে।

এ কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।

সর্বশেষ খবর