বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার পাচ্ছেন নির্মলেন্দু গুণ

সাংস্কৃতিক প্রতিবেদক

বাংলা কবিতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ‘পল্লীকবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার’ প্রবর্তন করেছে বাংলা একাডেমি। প্রথমবারের মতো পুরস্কার পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। আগামী ২৮ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে নির্মলেন্দু গুণের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এখন থেকে এক বছর অন্তর এই পুরস্কার দেওয়া হবে। এর আগে নির্মলেন্দু গুণ রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ দেশ-বিদেশের নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক আকিমুন রহমান : সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অনন্যা সাহিত্যপুরস্কার-১৪২৫’ পাচ্ছেন লেখক-গবেষক ড. আকিমুন রহমান। আগামী ৫ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী প্রধান অতিথি ও বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক বেগম আকতার কামাল। সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

প্রসঙ্গত বাংলা ১৪০১ সাল থেকে প্রতিবছর একজন নারী সাহিত্যিককে এই পুরস্কার দিয়ে আসছে অনন্যা। এ পর্যন্ত এই পুরস্কার পেয়েছেন- সেলিনা হোসেন, রিজিয়া রহমান, নীলিমা ইব্রাহিম, দিলারা হাশেম, রাবেয়া খাতুন, সন্জীদা খাতুন, শহীদ জননী জাহানারা ইমাম (মরণোত্তর), নূরজাহান বেগম, রাজিয়া খান, রুবী রহমান, পূরবী বসু, আনোয়ারা সৈয়দ হক, মকবুলা মনজুর, ঝর্ণাদাশ পুরকায়স্থ, সালেহা চৌধুরী, নূরজাহান বোস, মালেকা বেগম, কাজী রোজী, নিয়াজ জামান, জাহানারা নওশিন, সোনিয়া নিশাত আমিন, বেগম আকতার কামাল ও বেগম মুশতারী শফি।

সর্বশেষ খবর