বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জামায়াতের বিচার শেষ করার দাবি

নিজস্ব প্রতিবেদক

সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল সংস্থাটির সমন্বয়ক মো. আবদুল হান্নান খান এ দাবি জানান। তিনি বলেন, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। এরপর ওই প্রতিবেদনের ওপর কোনো চার্জ ফ্র্রেম হয়নি, কিংবা আমাদের কাছে সেই প্রতিবেদন ফেরতও পাঠানো হয়নি। তাই চার বছর হয়ে যাওয়ায় ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি। তিনি বলেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। এছাড়া বিভিন্ন মামলার রায়ে জামায়াতে ইসলামীকে অপরাধী সংগঠন হিসেবে উল্লেখ করে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। সর্বশেষ জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনও জারি করেছে নির্বাচন কমিশন। এছাড়া মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে রায় হওয়ার পর যে মামলাগুলো আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সে গুলোও দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে তদন্ত সংস্থা। এদিকে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের রাজাকার কমান্ডার মধু বাহিনীর প্রধান মধু মিয়া তালুকদারসহ দুজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগের প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। গতকাল তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান এ তথ্য জানান। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, অপহরণ ও নির্যাতনসহ মানবতাবিরোধী পাঁচ অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে তিনটি ভলিউমে ২৫০ পৃষ্ঠার প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

সর্বশেষ খবর