বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফের নির্বাচনের দাবি জানিয়ে চরমোনাই পীরের চিঠি

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে অতিদ্রুত সময়ে নতুন তফসিলে জাতীয় সংসদ নির্বাচন  দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। গতকাল বিকালে ইসিতে চরমোনাই পীরের পক্ষে দলটির  নেতারা এ চিঠি জমা দেন। চিঠিতে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। তাতে বলা হয়,  ইসলামী আন্দোলনের প্রার্থীরা ৩০ ডিসেম্বরের নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে ২৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দেশের সব আসনেই প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আগের দিন রাতেই মহাজোটের ক্যাডাররা শতকরা ৩০ থেকে ৭০ ভাগ ব্যালট পেপারে নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে ফেলে। হাতপাখার প্রার্থী ও কর্মীদের ওপর হামলা চালায়, কেন্দ্র দখল করে। ভোট কেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে দেয়নি। অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের অপমান কওে বের কওে দেওয়া হয়েছে। চরমোনাই পীর এ নির্বাচনের ফলাফল বাতিল করে অতিদ্রুত সময়ে নতুন তফসিলে জাতীয় সংসদ নির্বাচন  দেওয়ার দাবি করেন। নির্বাচন কমিশনে এ চিঠি জমা  দেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি  ইমতিয়াজ আলম, ঢাকা-৮ আসনের প্রার্থী আবুল কাশেম ও শহিদুল ইসলাম কবির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর