বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণকারীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

নৌকায় ভোট না দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণ ঘটনার তীব্র নিন্দা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান নারী নেত্রীরা। নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য নাঈমা খালেদ মনিকা। এ সময় অর্থ সম্পাদক তসলিমা আক্তার বিউটিসহ অন্যরা উপস্থিত ছিলেন। সীমা দত্ত বলেন, আওয়ামী লীগকে ভোট না দেওয়ায় একজন মা যেভাবে গণধর্ষণ হলেন তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ‘তনু হত্যা, বর্ষবরণে নারী নিপীড়নসহ সুবর্ণচরের চার সন্তানের জননীকে গণধর্ষণের এসব ঘটনায় সরকার কোনো উদ্যোগ নেবে না’ মন্তব্য করে তিনি বলেন, সাধারণ মানুষকেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্য বক্তারা জনগণকে এ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর