শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চার উন্নয়ন প্রকল্পে বদলে যাবে চট্টগ্রামের চেহারা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে বর্তমান সরকারের বড় চারটি উন্নয়ন প্রকল্প ক্রমশ দৃশ্যমান হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পগুলোর অগ্রগতিতে লাগছে পরিবর্তনের ছোঁয়া। ফলে সমৃদ্ধি আসবে অর্থনৈতিক ক্ষেত্রে। নতুন দিগন্ত যোগ হবে জাতীয় অর্থনীতিতে। বাড়বে  কর্মসংস্থান। কমবে বেকারত্ব। সাধারণ নাগরিকরা সরাসরি সুফল ভোগ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা যায়, দেশের বৃহত্তম ইকোনোমিক জোন হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে। চীনের অর্থায়নে আনোয়ারায় হচ্ছে চীনা ইকোনোমিক জোন। চট্টগ্রাম নগরের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগে হচ্ছে দেশের প্রথম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ। চট্টগ্রাম বন্দরের পণ্য হ্যান্ডলিংয়ের পরিমাণ বাড়াতে হচ্ছে বে-টার্মিনাল। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বাণিজ্যিক রাজধানীর মানুষ নতুন এক চট্টগ্রাম পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।   

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পগুলো ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এসব প্রকল্প শতভাগ বাস্তবায়ন হলে পুরো চট্টগ্রামের চেহারাই পাল্টে যাবে। তাছাড়া বড় প্রকল্পগুলোর সঙ্গে জাতীয় অর্থনীতির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।’ খাতিমান অর্থনীতিবিদ ড. মঈনুল ইসলাম বলেন, ‘নির্বাচন পরবর্তী সময় হিসেবে এখন দেশের অবস্থা অত্যন্ত ইতিবাচক। রাজনৈতিক স্থিরতার এই সময়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনও সহজ। তাই এখন বড় প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে। বিশেষ করে বে-টার্মিনালের কাজ দ্রুত শেষ করা উচিত।’ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কসমোপলিটন চট্টগ্রাম-এর জেনারেল সেক্রেটারি প্রকৌশলী ইশতিয়াক উর রহমান বলেন, ‘চট্টগ্রামে মিরসরাই ও আনোয়ারা ইকোনোমিক জোন, কর্ণফুলী টানেল এবং বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন হলে আমরা নতুন এক চট্টগ্রাম পাব।

সর্বশেষ খবর