সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তিন মাস পর হাজার কোটি টাকার লেনদেন ডিএসইতে

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০১ পয়েন্ট বেড়ে ৫৬৮৭ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

তিন মাস পর হাজার কোটি টাকার লেনদেন ডিএসইতে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় উত্থান হয়েছে। তিন মাসের বেশি সময় পর গতকাল ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বছরের চার কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০১ পয়েন্ট বেড়ে ৫৬৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। যা বিগত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি  কোম্পানির মধ্যে ২৬৫টি বা ৭৭ শতাংশ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৬২টি বা ১৮ শতাংশ  কোম্পানির এবং অপরিবর্তিত থাকে ১৯টি বা ৫ শতাংশ কোম্পানির। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস কেবলস, প্যারামাউন্ট টেক্সটাইল,  বেক্সিমকো, ভিএফএস থ্রেড, ব্র্যাক ব্যাংক, ড্রাগন  সোয়েটার, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইনটেক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫৫ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে  শেয়ার দর বেড়েছে ২০২টির, কমেছে ৫৩টি এবং অপরিবর্তিত থাকে ১৮টির দর। আর ৫৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর