সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চলমান ঘটনার ফোকাস থাকায় বান্দরবানের পাঠকরা আকৃষ্ট

বান্দরবান প্রতিনিধি

চলমান ঘটনার ফোকাস থাকায় বান্দরবানের পাঠকরা আকৃষ্ট

চলমান নানা ঘটনার ফোকাস বেশি থাকায় বান্দরবানের পাঠকরা বাংলাদেশ প্রতিদিন-এর প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট। এ কারণে জেলায় পত্রিকাটি চাহিদা ও বিক্রির দিক থেকে সবার ঊর্ধ্বে রয়েছে। এ মূল্যায়ন জানিয়ে বান্দরবানে পত্রিকার সবচেয়ে বড় এজেন্ট অসিম কুমার রায় বলেন, বাংলাদেশ প্রতিদিন চলমান ঘটনার ওপর ফোকাস বেশি দেয়, ফলে পাঠক পত্রিকাটি সহজে লুফে নেয়। তাই বাংলাদেশ প্রতিদিনের চাহিদা সবচেয়ে বেশি। খুব দ্রুতই বিক্রি হয়ে যায় এ পত্রিকা। এর কোনো ফেরত কপি থাকে না। পত্রিকা বিক্রির সঙ্গে প্রায় দুই যুগ সংশ্লিষ্ট থাকা অসিম কুমার জানান, বেলা সাড়ে ১১টার মধ্যে সব বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয়ে যায়। পরে পাঠক চাহিদার জন্য মাঝে মাঝে বান্দরবান থেকে ২১ কিলোমিটার দূরে কেরানীহাট থেকে পত্রিকা এনে বিক্রি করতে হয়। বান্দরবান জেলা সদরে বাজার এলাকার আরেক এজেন্ট নাছির উদ্দিন জানান, বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি বিক্রি হয়। তিনি সরাসরি এজেন্ট না হলেও চট্টগ্রাম ও কেরানীহাট থেকে প্রায় আড়াইশ’ পত্রিকা এনে বিক্রি করেন। তিনি জানান, সকাল ১০টার মধ্যেই বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয়ে যায়। বাংলাদেশ প্রতিদিনে খবরের পেছনের খবর থাকে বেশি, তাই পাঠক পত্রিকাটি বেশি কেনেন। তিনি জানান, বাংলাদেশ প্রতিদিন ফেরত যায় না এক কপিও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর