শিরোনাম
সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘বিরোধী দলে থেকে মন্ত্রিত্ব না নেওয়ার সিদ্ধান্ত যুগান্তকারী’

নিজস্ব প্রতিবেদক

বিরোধী দলে থেকে মন্ত্রিত্ব না নেওয়া হুসেইন মুহম্মদ এরশাদের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। তিনি বলেন, জাতীয় পার্টি সংসদে বিরোধীদলের ভূমিকা নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা দল ও দেশের জন্য মঙ্গলজনক। একটি শক্তিশালী বিরোধীদল হলেই সরকারের যেসব কাজ জনকল্যাণমুখী নয় এবং দেশবাসী লাভবান হবে না সেসব কাজের বিরোধিতা     করা সম্ভব। আর সরকারের যেসব কাজ কল্যাণমুখী হবে সেসব কাজে সরকারকে সহায়তা করতে হবে। গতকাল লালবাগের আমলীগোলায় থানা জাপার এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিলন বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে সরকারে না যেয়ে এরশাদের বিরোধীদল হওয়ার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় মহানগর নেতা মীর আজগর আলী, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর