সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খুলনার মেয়রপত্নী হলেন উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার মেয়রপত্নী হলেন উপমন্ত্রী

নতুন সরকারের মন্ত্রিসভায় এবার নতুনদের ছড়াছড়ি। এরই মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হয়েছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। তিনি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের সহধর্মিণী। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করে। জানা যায়, দক্ষিণাঞ্চলে আওয়ামী         লীগের রাজনীতিতে এই পরিবারের অবদান অসামান্য। সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী রাজনৈতিক নেতা হিসেবে দুজনই সব মহলে প্রশংসিত। এর আগে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এ ছাড়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনি বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে সিটি করপোরেশনের মেয়র ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে তিনি বাগেরহাট-৩ আসন থেকে ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে সিটি করপোরেশন নির্বাচনের আগে ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী হন বেগম হাবিবুন নাহার।

 একাদশ সংসদ নির্বাচনে সরাসরি নির্বাচন করে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে স্ত্রীর হয়ে ভোট চেয়েছেন তালুকদার আবদুল খালেক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর