সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জেলা প্রশাসকসহ ৯ জনকে আদালতে তলব

বাগেরহাট প্রতিনিধি

আদালত অবমাননার অভিযোগে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসসহ ৯ জনকে আজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। দীপ্ত বাংলা হিউম্যানরাইটস্ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রেজাউল করিম খান রেজার করা একটি রিট আবেদনে হাই কোর্ট বিভাগের বিচারপতি মামনুন  রহমান এবং বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করেন। আদেশে বাগেরহাটের জেলা প্রশাসকসহ বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী          ফারুক আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেন, সিইআইপি-১ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান ও নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস এবং শরণখোলা সহকারী কমিশনার (ভূমি) লিংকন বিশ্বাস ও রায়েন্দা ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা এস. এম. জিল্লুর রহমানকে ৮ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা খালের উভয় পার্শ্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং সেচ, নৌচলাচল ও জনসাধারণের দৈনন্দিন গৃস্থলির কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার পানির নাব্য বজায় রাখার জন্য খালটির বেদখল হওয়া অংশ পুনঃখনন করে এস. এ ম্যাপ অনুযায়ী পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা  চেয়ে গত বছরের ২৪ জানুয়ারি হাই কোর্টে একটি রিট পিটিশন করেন দীপ্ত বাংলা হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রেজাউল করিম খান রেজা। হাই কোর্ট ৬০ দিনের মধ্যে উচ্ছেদের পদক্ষেপ গ্রহণ এবং ৩০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করার রুল জারি করেন। আদালতের নির্দেশ পালন না করায় বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি আশীষ রঞ্জন দাস এর সমন্বয়ে গঠিত বেঞ্চ গত বছরের ৭ আগস্ট পুনরায় আদালতের নির্দেশ প্রতি পালনের আদেশ দেন। এ আদেশ পালন না করায় গত ৫ ডিসেম্বর হাই কোর্টের ওই বেঞ্চের বিচারকদ্বয় ৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকসহ ৯ জনকে আদালতে হাজির থাকার নির্দেশ প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর