সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় রবিবার থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভেক) কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনের আনুষ্ঠানিকতা ছাড়াই ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হলেও প্রথম দিনেই ছিল বেশ ভিড়। ভিসা সেন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বগুড়া ছাড়াও ঠাকুরগাঁওয়ে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া দেশের আরও ৪টি জেলায় এ ধরনের ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে। বগুড়ায় এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু হয়েছে বগুড়া সদরের নওদাপাড়ায় হোটেলে মম ইনর পাশে। সহকারী ভারতীয় হাইকমিশন রাজশাহীর আওতায় বগুড়ায় ভিসা সেন্টারের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এখানকার জনবল আরও বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহী থেকে দুই কর্মকর্তা বগুড়ায় দায়িত্ব পালন করছেন। সেন্টারের ইনচার্জ সুমন দাস জানান, বগুড়াসহ আশপাশের এলাকাগুলো থেকে ভারতে গমনেচ্ছুদের ভিসা প্রাপ্তি সহজতর করবে এই ভিসা সেন্টার। তবে কোন কোন জেলার লোকজন এখানে ভিসার জন্য আবেদন করতে পারবেন তা এখনো নির্ধারণ করা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর