শিরোনাম
সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ডাকসু নির্বাচনে বাধা নেই

স্থগিতাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিষয়ে হাই কোর্টের আদেশের ওপর চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। ফলে আগামী ১৫ মার্চ ডাকসু নির্বাচন করতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন করতে হাই কোর্টের একটি রায় ঢাবি কর্তৃপক্ষের আবেদনে স্থগিত রেখেছিল আপিল বিভাগের চেম্বার আদালত। গত বছর ১৭ জানুয়ারি ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন করার জন্য রায় দেয় হাই কোর্টের একটি বেঞ্চ। ছয় মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ না করায় ১৭ সেপ্টেম্বর হাই কোর্টে বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করবে মর্মে চিঠি দিয়ে আদালতকে জানানোর পর অবমাননার আবেদন কার্যতালিকা থেকে বাদ দেয় সংশ্লিষ্ট বেঞ্চ। এরপর ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হাই কোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে। ওই দিনই চেম্বার আদালত হাই কোর্টের আদেশটি স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনটি শুনানির জন্য ১১ অক্টোবর দিন ধার্য করে দেয়। গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে ওই আবেদনের শুনানি হয়। শুনানি শেষে সর্বোচ্চ আদালত চেম্বার আদালতের স্থগিতাদেশ তুলে নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ১৫ মার্চের মধ্যে যেহেতু নির্বাচন করার সিদ্ধান্ত আছে, ফলে এ আবেদনটি আর শুনানির প্রয়োজন নেই। মনজিল মোরশেদ বলেন, যেহেতু সংসদ নির্বাচন হয়ে গেছে এবং ১৫ মার্চের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত আছে, ফলে হাই কোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের আদেশ তুলে নেওয়া হোক। এরপর প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ চেম্বারের ওই স্থগিতাদেশ তুলে নেয়। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন মনজিল মোরশেদ।       

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর