সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ত্রাণের টিন ক্রয়ের দরপত্র ৬ মাস স্থগিত

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের (২০১৮-১৯) ত্রাণের জন্য ৭৫ কোটি টাকার ঢেউটিন ক্রয়ের লক্ষ্যে আহ্বান করা দরপত্রের সব কার্যক্রম ৬ মাস স্থগিত করেছে হাই কোর্ট। গতকাল ত্রাণের টিন ক্রয়ে দুর্নীতি সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যালভানাইজিং মিলসের পক্ষে আইনজীবী ফিদা এম কামাল শুনানি করেন। পরে তিনি বলেন, নানা জালিয়াতির মাধ্যমে একটি মহল সর্বোচ্চ দরদাতা না হয়েও কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এ ব্যাপারে আদালতকে জানানো হলে ২০১৮-১৯ অর্থবছরে ত্রাণের জন্য ৭৫ কোটি টাকার ঢেউটিন ক্রয়ের লক্ষ্যে আহ্বান করা দরপত্রের সব কার্যক্রম ৬ মাস স্থগিত করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর