শিরোনাম
বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাঠক যা চায় সবই পাওয়া যায়

দিনাজপুর প্রতিনিধি

পাঠক যা চায় সবই পাওয়া যায়

পাঠক যা চান, এর সবই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পাওয়া যায়। এ কারণে দিনাজপুরে বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি চলে। এমন কথা বললেন দিনাজপুরে ‘বন্ধু পত্রিকা এজেন্সি’র স্বত্বাধিকারী আমিনুল ইসলাম। পৈতৃকভাবে প্রাপ্ত ‘বন্ধু পত্রিকা এজেন্সি’র স্বত্বাধিকারী দীর্ঘদিন ধরে দিনাজপুর শহরে সুনামের সঙ্গে পত্রিকা বিক্রি করে আসছেন। এ শহরে চারজন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এজেন্ট রয়েছেন। এর মধ্যে বন্ধু পত্রিকা এজেন্সি এ পত্রিকা বেশি বিক্রি করে। প্রচারসংখ্যার বর্তমান অবস্থান ও অন্য পত্রিকা থেকে বেশি চলা নিয়ে নানা কথা বলেন বন্ধু পত্রিকা এজেন্সির স্বত্বাধিকারী আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রতিদিন দিনাজপুর শহরে পত্রিকাগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে। মাঝেমধ্যে বিক্রি সংখ্যা কমবেশি হয়। কোনো দিন দুপুরে পত্রিকা শেষ হয়ে যায়। আবার কোনো দিন সন্ধ্যায় শেষ হয়। পত্রিকাটিতে কী নেই! সবই আছে এ পত্রিকায়। তাই বাংলাদেশ প্রতিদিনের চাহিদা দিনকে দিন বাড়ছেই। আর এই পত্রিকাটি বেশি চলার কারণ অনেক। বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটিতে দেশের সর্বশেষ তথ্য-সংবলিত খবর থাকে। সংক্ষিপ্ত করে হলেও অন্য যে কোনো পত্রিকার চেয়ে খবর বেশি থাকে। থাকে চমকপ্রদ ও বিশেষ খবর। থাকে সব পেশার মানুষের খবর। কৃষি, উদ্ভাবন, প্রকৃতি, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, খেলার মাঠ, সংস্কৃতি, বিদেশি খবর, রকমারিসহ সব ধরনের খবর পাওয়া যায় পত্রিকাটিতে। আমি মনে করি, পাঠক যা চান, এর সবই এ পত্রিকায় পাওয়া যায়। এ কারণে বাংলাদেশ প্রতিদিন বেশি চলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর