বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আসাদ-ডাবলু কোন পথে?

কাজী শাহেদ, রাজশাহী

আসাদুজ্জামান আসাদ রাজশাহী জেলা আর ডাবলু সরকার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জেলার সভাপতি ওমর ফারুক চৌধুরীর সঙ্গে আসাদের আর নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ডাবলুর শীতল সম্পর্ক। গত সিটি করপোরেশন ও সংসদ নির্বাচনে তারা ছিলেন দলীয় প্রার্থীর পক্ষে। তারপরেও সেই সম্পর্ক উঞ্চতা পায়নি। ফলে দলের ভেতরে বাইরে এ নিয়ে চলছে আলোচনা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এমপি হতে মনোনয়ন চেয়েছিলেন রাজশাহী-৩ আসনে। দল তাকে মনোনয়ন দেয়নি। তারপরেও দলীয় প্রার্থীর পক্ষে তিনি প্রচারণা চালিয়েছেন। কর্মীদের মাঠে নামিয়েছেন। কিন্তু তাতেও আসাদের সম্পর্ক ভালো হয়নি জেলা সভাপতি ওমর ফারুক চৌধুরীর। বরং নানাভাবে দলে আসাদকে কোণঠাসা করে রাখার চেষ্টা ফারুক চৌধুরীর। আসাদের ঠিক উল্টোপথে হেঁটেছেন নগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি মেয়র কিংবা এমপি হতে দলের কাছে মনোনয়নই দাবি করেননি। তারপরেও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে শীতল সম্পর্ক তার। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে দলীয় এমপিবিরোধীদের উসকে দেওয়া এবং মদদ দেওয়ার অভিযোগ এনেছেন ফারুক চৌধুরী। এ ছাড়া অন্য এমপিরাও তার বিরুদ্ধে নির্বাচনের আগে অভিযোগ করেছিলেন। নির্বাচন শেষ হওয়ার পর এখন দুই পক্ষই চুপচাপ। আসাদ বলেন, ‘আমি সব সময় দলের জন্য কাজ করেছি। দল যাদের যোগ্য মনে করেছে তাদের মনোনয়ন দিয়েছে। দলের একজন কর্মী হিসেবে কাজ করেছি। আমার কাছে কর্মীদের অনেক প্রত্যাশা ছিল। এখন কেন্দ্র আমাকে নিয়ে কী ভাবছে সেটি কেন্দ্রই ভালো জানে।’

হঠাৎ করেই নগর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে শীতল সম্পর্ক শুরু হয় নগর সাধারণ সম্পাদক ডাবলু সরকারের। সিটি করপোরেশন নির্বাচনের সময়ও লিটন একাই গণসংযোগ করেছেন। ডাবলু গণসংযোগ করেছেন আলাদা। এমনকি দলের কর্মসূচিতেও ডাবলুকে রাখা হয়নি। লিটনের বিপুল বিজয়ের পর অনেকটা চুপচাপ হয়ে পড়েন ডাবলু সরকার।

 নাম প্রকাশ না করার শর্তে দলীয় নেতারা জানান, পরিবারের বিরোধিতার কারণে ডাবলুর সঙ্গে লিটনের শীতল সম্পর্ক। ফলে দলের ভিতরে-বাইরে এ নিয়ে কর্মীদের মধ্যেও বিভক্তি আছে। সংসদ নির্বাচনেও ডাবলুকে এড়িয়ে চলেছেন লিটন। ডাবলু সরকার বলেন, ‘নগর সাধারণ সম্পাদক হিসেবে আমাকে না জানিয়ে অনেক কর্মসূচি নেওয়া ও পালন করা হয়েছে। আমি এসব নিয়ে কিছুই মনে করিনি। কেন্দ্র জানে আমি দলের জন্য কতটা করেছি, এখনো করছি। দলই আমাকে বিবেচনা করবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর