বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বিভিন্ন ঘটনায় গতকাল চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বংশালের একটি লন্ড্রির দোকানে ভাগিনার ধারালো কাঁচির আঘাতে মামার মৃত্যু হয়েছে। এই নিহতের নাম সৌরভ হোসেন (১৬)। জানা গেছে, ভাগ্নের নাম ইউনুস (১০)। গতকাল দুপুরে সিদ্দিক বাজার সিটিন প্লাজার পেছনে লন্ড্রির দোকানে এ ঘটনা ঘটে। ইউনুসের বাবার নাম মনির হোসেন। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওলিপুরে। দোকান মালিক মাহিন হোসেন মাহি জানান, সৌরভ দর্জির কাজ করত। ইউনুস আমার লন্ড্রির দোকানে কাজ করে। তারা সম্পর্কে মামা-ভাগিনা। দুপুরে সৌরভ লন্ড্রির দোকানে আসে। দুজনই কথাবার্তা বলছিল। পরে দুষ্টমি করতে করতে ইউনুসের হাতে থাকা কাঁচি সৌরভের গলায় লেগে যায়। এতে গুরুতর আহত হয় সৌরভ। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাজধানীর জুরাইনে গতকাল সকাল ১১টার দিকে জুরাইন মুরাদপুর ২১০ নম্বর টিনশেড ভাড়া বাসায় নদী আক্তার (১৭) নামে এক গৃহবধূকে গলায় ফাঁস নিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, তিনি পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এ ছাড়া এদিন সকালে রামপুরার চৌধুরী পাড়ায় মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে আবদুল্লাহ খন্দকার (১৪) নামে এক কিশোর। সে একটি অ্যামব্রয়ডারি কারখানায় কাজ করত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামের নুরু মিয়া খন্দকারের ছেলে আবদুল্লাহ। এ ছাড়া শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে লুৎফর মিয়া (১৮) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

সর্বশেষ খবর