বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রোকেয়ায় ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সেই মেধাবীরা আটক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া সাত শিক্ষার্থীর জালিয়াতি ধরা পড়েছে। উত্তীর্ণ হওয়ার পর গতকাল সাক্ষাৎকারে এলে তাদের জালিয়াতি ধরা পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি তাদের পুলিশে সোপর্দ করেন। আটক শিক্ষার্থীর মধ্যে রয়েছেন দুটি অনুষদের ভর্তি পরীক্ষায় মেধা তালিকার শীর্ষস্থান পাওয়া তিন শিক্ষার্থী। তারা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন শিফটে মেধা তালিকায় প্রথম হওয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মারুফ হাসান, একই অনুষদের দ্বিতীয় হওয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার রাকিবুল ইসলাম শান, তৃতীয় হওয়া গাজীপুরের কাপাসিয়ার এস এম নাইম। অন্যরা হলেন ষষ্ঠ হওয়া টাঙ্গাইল সদরের শোয়েব হাসান, নবম হওয়া টাঙ্গাইল গোডাউন বাজারের শাহরিয়ার ইসলাম, ৩৮তম হওয়া শেরপুরের মধ্যশ্রেরীর রাহাত মজুমদার এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান অনুষদের দ্বিতীয় হওয়া ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ার শাফিন আহমেদ।

 

সর্বশেষ খবর