বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
মৌলিক অধিকার হুমকির মুখে

ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

মানুষের মৌলিক অধিকার হুমকির মুখে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, নির্বাচন পরবর্তীতে সারা দেশে মানুষের  মৌলিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে।  নৌকায় ভোট না দেওয়ায় দেশের বিভিন্ন স্থানে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন নেতা-কর্মীরা ও বিভিন্ন পেশা  শ্রেণির মানুষ। গতকাল বিকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৮ আসনের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা-৮ আসনের প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও  কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান  শেখ, মাওলানা এইচএম সাইফুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, আইয়ূব আলী  চৌধুরী প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর