শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আরও শক্তিশালী হলো বাংলাদেশি পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন সূচক তালিকায় বাংলাদেশের পাসপোর্ট আরও শক্তিশালী হয়েছে। বর্তমানে বাংলাদেশের অবস্থান তিন ধাপ এগিয়ে ৯৭তম হয়েছে। অর্থাৎ আগাম কোনো ভিসা ছাড়াই এ পাসপোর্ট দিয়ে ৪১টি  দেশে ভ্রমণ করা যাবে। বাংলাদেশের সঙ্গে একই সূচকে আছে লেবানন, লিবিয়া ও দক্ষিণ সুদান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স গত বুধবার বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে এ মান প্রকাশ করেছে। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে নিয়মিত এ মান প্রকাশ করে আসছে। হ্যানলির প্রকাশিত এ তালিকায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট  জাপানের (১৯০)। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া (১৮৯)। আর এ তালিকায় সবচেয়ে দুর্বলতম পাসপোর্টের দেশ বোমা হামলায় জর্জরিত আফগানিস্তান ও ইরাক (৩০)। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৭৯তম (৬১), পাকিস্তান ১০২তম (৩৩), শ্রীলঙ্কা ৯৫তম (৪৩), নেপাল ৯৮তম (৪০) ও মিয়ানমার ৯০তম (৪৮)। তালিকায় সবচেয়ে দ্রুত এগিয়ে এসেছে চীনের পাসপোর্ট। মাত্র দুই বছরে ৮৫তম  থেকে ৬৯তম স্থানে উঠে এসেছে দেশটি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে রয়েছে ষষ্ঠতম স্থানে।

সর্বশেষ খবর