শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা ১৫ জানুয়ারির মধ্যে

প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা নির্ধারণ এবং আইন অনুসারে সে তালিকা প্রদর্শনে আদালতের দেওয়া নির্দেশনা কতদূর বাস্তবায়ন হয়েছে তা জানতে চেয়েছে হাই কোর্ট। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আগামী ১৫ জানুয়ারির  মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ   দেওয়া হয়েছে।

গতকাল এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারীর আইনজীবী ড. বশির আহমেদ। পরে তিনি সাংবাদিকদের বলেন, এর আগে হাই কোর্ট এক আদেশে স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা সংশ্লিষ্ট সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে প্রদর্শনের নির্দেশ দিয়ে ওই বিষয়ে অগ্রগতি জানাতে আদেশ দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অনুসারে গত ৯ জানুয়ারির মধ্যে কোনো প্রতিবেদন আদালতে দাখিল হয়নি।

তাই বিষয়টি অবহিত করলে আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়কে আবারও সময় দিয়ে আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছে।

সর্বশেষ খবর