শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

থাই প্রধানমন্ত্রী ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল (অব:) প্র’আত চাঁওচা বাংলাদেশে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ঢাকার থাই দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে তিনি তার শুভেচ্ছার কথা জানান। চিঠিতে থাই প্রধানমন্ত্রী লিখেছেন, গত এক দশক ধরে আপনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে থাইল্যান্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সময়ে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বহুগুণ বেড়েছে। আগামীতে এই সম্পর্ক আরও পরিস্ফুটিত হবে বলে আশা করেন থাই প্রধানমন্ত্রী। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। মস্কো থেকে গতকাল এক অভিনন্দন বার্তায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে একই মতাদর্শ ধারণ করা বাংলাদেশ ও রাশিয়া বন্ধুত্ব ও অংশীদারিত্বের বন্ধনে আবদ্ধ। সার্গেই লাভরভ প্রত্যাশা করেন আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার স্বার্থে দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্ক বজায় থাকবে। এর আগে ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নম বিন মিঁহ বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে।

সর্বশেষ খবর