Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১১ জানুয়ারি, ২০১৯ ২২:৫৯

অবশেষে রংপুরের সেই ১১ বেওয়ারিশ লাশের দাফন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অবশেষে রংপুরের সেই ১১ বেওয়ারিশ লাশের দাফন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছয় বছরের বেশি সময় ধরে পড়ে থাকা বেওয়ারিশ ১১ লাশ অবশেষে দাফন করা হয়েছে। গত দুই দিনে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে লাশগুলো দাফন করা হয়। রংপুর মেডিকেলের পরিচালক ডা. অজয় রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের সরদার দফতর সূত্রে জানা গেছে, রংপুর জেলায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে নিহত ১১ ব্যক্তির লাশ বেওয়ারিশ হিসেবে হাসপাতালের মর্গে ছয় বছরের বেশি সময় ধরে পড়ে ছিল। স্বজন বা পরিচিত কেউ লাশগুলো নিতে আসেনি। এদিকে মর্গের তিনটি ফ্রিজের দুটি দীর্ঘদিন ধরে বিকল। একটি কোনো রকমে সচল থাকলেও সেটি টিকমতো কাজ করে না। ফলে ১১টি বেওয়ারিশ লাশ অযত্ন অবহেলায় সেখানে পড়ে ছিল। ফ্রিজিং ব্যবস্থা ভালো না থাকায় বেশির ভাগ লাশ বিকৃত হয়ে কোনোটা কঙ্কাল এবং কোনোটা পচে-গলে যায়। ফলে মর্গের আশপাশে মানুষের চলাচল কঠিন হয়ে পড়ে।

হাসপাতালের ডোম মানু জানান, ‘লাশগুলোর একটিকেও চেনার কোনো উপায় ছিল না। মর্গের ফ্রিজ ভালো থাকলে লাশগুলোর এমন অবস্থা হতো না। কারণ বেওয়ারিশ হিসেবে লাশগুলো থাকলেও নিখোঁজ হিসেবে অনেকের স্বজন মর্গে আসতেন। তবে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তারা লাশ চিনতে পারেনি। ফলে তারা ফিরে গেছেন।’

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মানিক জানান, ‘বেওয়ারিশ লাশগুলো দাফন করার জন্য অনেকবার জেলা ও পুলিশ প্রশাসন এবং সিটি করপোরেশনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে লাশগুলো মর্গে পড়েছিল।’

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. অজয় রায় জানান, রংপুর সিটি করপোরেশনের অর্থায়নে ১১টি বেওয়ারিশ লাশ জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।’

অন্যদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানান, ‘পুলিশ কমিশনারের উদ্যোগে ১১টি লাশ দাফন করা হয়েছে।’

 

 


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর