শিরোনাম
সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জোড়াতালিতে চলছে খুলনা মেডিকেল

ভোগান্তি চরমে, চালু হয়নি আইসিইউ

সামছুজ্জামান শাহীন, খুলনা

জোড়াতালিতে চলছে খুলনা মেডিকেল

জায়গা সংকটে হাসপাতালের বারান্দায় স্থান হয়েছে রোগীদের -বাংলাদেশ প্রতিদিন

জোড়াতালি দিয়েই চলছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রশাসনিকভাবে এটি ৫০০ শয্যার হাসপাতাল হলেও স্থানীয় মানুষের কাছে এখনো এটি পরিচিতি ‘আড়াইশ বেড’ নামেই। আর নামের মতো ২৫০ শয্যার জনবলেই জোড়াতালি দিয়েই চলছে ৫০০ শয্যার কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৫০০ শয্যার জনবল চেয়ে বহুবার মন্ত্রণালয়ে আবেদন করলেও সুরাহা হয়নি। বরং জনবল অনুমোদনের চিঠি চালাচালিতে       কেটে গেছে ১১ বছর। এদিকে প্রশিক্ষিত জনবল ও যন্ত্রপাতির অভাবে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের ১০ মাস পরও চালু হয়নি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ সেবা। সরকারি ব্যবস্থাপনায় এই সেবা না পেয়ে সাধারণ পরিবারের মুমূর্ষু রোগীরা থাকেন মৃত্যু ঝুঁকিতে। জানা যায়, প্রতিদিন গড়ে এখানে ৮০০ থেকে ১০০০ রোগী ভর্তি থাকে। আউটডোরে আসে সহস্রাধিক রোগী। এত  রোগীকে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন এখানকার চিকিৎসক-নার্সরা। খুলনার ডুমুরিয়া থেকে আসা রোগী নার্গিস বেগম আক্ষেপ করে বলেন, ‘এখানে বিশেষজ্ঞ ডাক্তারের খুব অভাব। রোগী মরুক বা বাঁচুক, কমবয়সী শিক্ষানবীস ইন্টার্নরা চিকিৎসা দেয়।

প্রয়োজনীয় বেড না থাকায় বারান্দার মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হয়।’ জানা যায়, ৫০০ শয্যার হাসপাতালে চিকিৎসা সেবা দিতে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পর্যায়ে ১ হাজার ৬৫০ জনবল প্রয়োজন। কিন্তু এখানে আছে ৫৩২ জন। ২০০৮ সালে জনবল চেয়ে মন্ত্রণালয়ে প্রথম প্রস্তাব দেওয়া হয়। কিন্তু মন্ত্রণালয় থেকে তা ফিরিয়ে দিয়ে অর্গানোগ্রাম অনুসারে পূর্ণাঙ্গ জনবলের প্রস্তাব পাঠানোর পরামর্শ দেয়। সংশোধিত আকারে পরবর্তীতে ১ হাজার ২৬৮টি পদের প্রস্তাব দেওয়া হয়। কয়েকদফা চিঠি বিনিময়ের পর ২০১২ সালে বেতন কাঠামোর গড়মিল আছে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় তা আবারও বাতিল করে।

সর্বশেষ খবর