সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

দুর্লভ বেগুনি বক

আলম শাইন

দুর্লভ বেগুনি বক

দুর্লভ দর্শন। দুর্লভ পাখি বেগুনি বক। বছর ত্রিশেক আগেও দেশে মোটামুটি এদের দেখা পাওয়া যেত। হালে তেমন একটা নজরে পড়ে না। পরিবেশ ভারসাম্য বিনষ্টের ফলে প্রজন্মে বিঘ্ন ঘটছে, যাতে প্রজাতির সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। পাখিবিশারদদের অভিমত, এরা অচিরেই এ দেশ থেকে বিলুপ্ত হবে। অথচ একটা সময় এদের যত্রতত্র বিচরণ ছিল। বিশেষ করে জোয়ার-ভাটা, কাদা-বালির নির্জন চরে এবং পার্বত্য চট্টগ্রামের নলখাগড়ার বনের আশপাশে ব্যাপক নজরে পড়ত। নলখাগড়ার বন এদের খুব প্রিয়। নির্জন ঝোপের ভিতরে শরীরটাকে লুকিয়ে রেখে শিকারের প্রতীক্ষায় থাকে। এরা নিঃসঙ্গচারী। সামাজিকতার ধার ধারে না খুব একটা। সবসময় কোলাহল এড়িয়ে চলে। এমনকি বিশ্রাম নেওয়ার প্রয়োজন বোধ করলে অন্য প্রজাতির পাখিদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এদের কণ্ঠস্বর বেশ কর্কশ। উচ্চকণ্ঠে আওয়াজ করে ‘ক্রেক-ক্রেক’ স্বরে। শুনতে বিরক্তই লাগে। প্রজাতির বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ পূর্ব-এশিয়া, পূর্ব ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল পর্যন্ত। পাখির বাংলা নাম : ‘বেগুনি বক’, ইংরেজি নাম : ‘পারপেল হেরন’ (purple Heron),  বৈজ্ঞানিক নাম : Ardea Purpurea|। কারও কারও কাছে এরা ‘চুনী বক’ নামেও পরিচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর