সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আবারও মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৭ জানুয়ারি যাবেন স্থানীয় সরকারে

নিজস্ব প্রতিবেদক

বছর কয়েক বিরতি দিয়ে আবারও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সরেজমিন পরিদর্শন শুরু করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে সরকারের প্রত্যেক মন্ত্রণালয় পরিদর্শন করে মন্ত্রণালয়ের কর্মকান্ডের খোঁজখবর নিয়েছেন। একইভাবে এখন আবার সেই কাজ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে প্রধানমন্ত্রীর এই পরিদর্শন সফর। এই মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ জানুয়ারি পরিদর্শনে যাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। পরের সপ্তাহে ২৩ জানুয়ারি যাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে, যে মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধানমন্ত্রী নিজেই। গতকাল সচিবালয়ে নতুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে স্বাগত এবং বিদায়ী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের একটি সূচিও চূড়ান্ত করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর : চতুর্থবার এবং টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে ঢাকা সেনানিবানের শিখা অনির্বাণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মো. নিজাম উদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সর্বশেষ খবর