সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ডিএসইতে ৯ মাসের মধ্যে সূচক সর্বোচ্চ

চাঙ্গা শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে উত্থানে শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ৫ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে। যা বিগত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। জানা গেছে, ডিএসইর ডিএসইএক্স সূচক ৬৩ বেড়ে ৫ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে। যা ৯ মাস ৩ দিন বা ১৮৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০১৮ সালের ৯ এপ্রিল ডিএসইএক্স ছিল ৫ হাজার ৮৭৯ পয়েন্ট। ডিএসইতে অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ ও ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৩০ ও ২০৩০ পয়েন্টে অবস্থান করছে। টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে। ডিএসইতে ৯৭৩ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮৯৭ কোটি টাকার। এদিকে ডিএসইতে ৩৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে বেড়েছে ২২৮টির, কমেছে ৭৬টি এবং অপরিবর্তিত থাকে ৪০টির শেয়ার দর। সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিএস কেবলস, খুলনা পাওয়ার, অলিম্পিক, সিভিও পেট্রোকেমিক্যাল, ঢাকা ব্যাংক, সামিট পাওয়ার, সায়হাম কটন, ইউনাইটেড পাওয়ার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৬ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫২ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮০টির, কমেছে ৬৫টি এবং অপরিবর্তিত থাকে ২৯টির শেয়ার দর। আর ৬৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

সর্বশেষ খবর