সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আন্দোলন গড়ে তোলার ডাক নাগরিক ঐক্যের

নিজস্ব প্রতিবেদক

একটি মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে নাগরিক ঐক্য। একইসঙ্গে নির্বাচনের পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও নারী শিক্ষা বিষয়ে মাওলানা আহমদ শফীর বক্তব্য প্রত্যাহারসহ পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রস্তাব গ্রহণ করেছে তারা।

রাজধানীর শিশু পরিষদ মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত নাগরিক ঐক্যের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এসব প্রস্তাব গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

প্রস্তাবে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনটি ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছলচাতুরির নির্বাচন।

সর্বশেষ খবর