বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে ভয়ঙ্কর কিশোর ছিনতাইকারী চক্র

পুলিশের অভিযানে আটক ৬

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে সংঘবদ্ধ কিশোর ছিনতাইকারী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ওই চক্রের মূল হোতাসহ ছয়জনকে আটক করা হয়েছে।

এরা বিভিন্ন সময় মহানগর এলাকায় ছিনতাই করে আসছিল। একটি ঘটনার সূত্র ধরে ওই চক্রের সন্ধান পায় পুলিশ। পরে তাদের আটক করা হয়। গতকাল দুপুরে রাজশাহী পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়। এ সময় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার তাদের আটকের তথ্য জানান। আটককৃতরা হচ্ছেÑ মহানগরীর নওদাপাড়া এলাকার জুবেল (১৯), বড়বনগ্রাম রায়পাড়া এলাকার অনিক (১৯), নাটোর জেলার বাগাতিপাড়া থানার মিস্ত্রিপাড়া এলাকার রাজু (২৪), মহানগরীর উত্তর নওদাপাড়া এলাকার জামিল ওরফে টুটুল (১৯), সপুরা ছয়ঘাটি এলাকার বিজয় (২০) ও মধ্য নওদাপাড়া এলাকার রায়হান (২০)। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, এদের মধ্যে জুবেল এই কিশোর ছিনতাইকারী চক্রের মূল হোতা। বাকিরা এই চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন কৌশলে মহানগর এলাকায় ছিনতাই করত। তাদের কাছ থেকে কিছু নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্ধ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর