বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অবশেষে স্বস্তি মিলছে খুলনার সড়কে

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনার ব্যস্ততম মোড়গুলোয় এখন আর যানজট নেই। ইজিবাইক নিয়ন্ত্রণে মহানগরীর আটটি প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। বাইরে থেকে ইজিবাইক নিয়ে চালকরা নগরীতে প্রবেশ করতে পারছেন না। একইভাবে নগরী থেকেও ইজিবাইক নিয়ে কেউ বাইরে যেতে পারছেন না। ফলে সড়কে যানজট কমার পাশাপাশি ফিরতে শুরু করেছে স্বস্তি। জানা যায়, মহানগরীতে ইজিবাইকের সংখ্যা নিয়ন্ত্রণ ও রুট নির্ধারণে সিটি করপোরেশনের গৃহীত সিদ্ধান্ত গতকাল বাস্তবায়ন শুরু হয়েছে। খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘সড়কে যানজটের পেছনে রয়েছে অবৈধ মাহেন্দ্র, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক। একসময় এখানে ১ হাজার ৮০০ ইজিবাইককে লাইসেন্স দেওয়া হলেও এখন সে সংখ্যা ৩০-৪০ হাজার। এ কারণে নগরীর বাইরের কোনো ইজিবাইক শহরে প্রবেশ করতে পারবে না।’ এদিকে ইজিবাইক নিয়ন্ত্রণে নগরীর গল্লামারী ব্রিজ, ময়ূর নদ ব্রিজ, খানজাহান আলী (রহ.) সেতু, মোস্তর মোড়, বাস্তুহারা, তেলিগাতী ল্যাবরেটরি মোড়, যোগীপোল ও বাদামতলা বিআরটিএ অফিস মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সড়কের শৃঙ্খলা বজায় রাখতে যানবাহন চালকদের আহ্বান জানিয়ে নগরীতে মাইকিং করা হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান বলেন, ‘যানজটের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে ইজিবাইক নিয়ন্ত্রণে নানা প্রশাসনিক উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে এবার সিটি করপোরেশন ও পুলিশের দৃঢ় অবস্থানে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর