রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নিম্ন আয়ের মানুষের জন্য পেনশন চালুর প্রস্তাব আতিউরের

নিজস্ব প্রতিবেদক

বৈষম্য কমাতে নিম্ন আয়ের মানুষের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ আতিউর রহমান। রাজধানীর একটি হোটেলে গতকাল গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি সরকারের কাছে এ প্রস্তাব রাখেন। তিনি বলেন, ‘দেশে চলমান বৈষম্য কমিয়ে আনতে সরকার নিম্ন আয়ের মানুষের জন্য পেনশন স্কিমের ব্যবস্থা করতে পারে। গার্মেন্ট কর্মীদের  দিয়ে এটা শুরু করা যায়। ‘এরপর আরও যারা নিম্ন আয়ের মানুষ যেমন রিকশাচালকসহ স্বল্প আয়ের মানুষকেও এই পেনশনের আওতায় আনা যায়।’

প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে সাবেক গভর্নর বলেন, ‘যে মেয়েটি ঢাকায় এসে গার্মেন্টে চাকরি করছে প্রতি মাসে তার টাকা গ্রামে বাবা-মা কিংবা স্বামীর কাছে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু ২০ বা ৩০ বছর পর যখন সে চাকরি ছেড়ে দিচ্ছে তখন তার কাছে জমা কিছুই নেই। এরপর এ পোশাককর্মী কীভাবে চলবে সে চিন্তা সরকারকে করতে হবে। ‘শ্রমিকের বেতন থেকে কিছু অর্থ কেটে রেখে এর সঙ্গে সরকার আরও কিছু অর্থ যোগ করে এ পেনশন স্কিম বাস্তবায়ন করতে পারে। এই কার্যক্রম দেশ থেকে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে সহায়তা করবে বলে মনে করি।’

বিশেষ অতিথি সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম এখন দেশের ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগ করার সুযোগ দেওয়ার সময় এসেছে মন্তব্য করেন। ‘আমাদের এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেন করার সময় এসেছে। আমাদের অর্থনীতিকে উন্মুক্ত করা উচিত।

সর্বশেষ খবর