বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সময় থাকতে ভোটাধিকার ফিরিয়ে দিন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘পৃথিবীতে প্রতিশ্রুতি ভঙ্গ করার রেকর্ড একমাত্র শেখ হাসিনারই। ঢাকঢোল পিটিয়ে ভালো উদ্যোগের কথা বলেও তিনি মানুষের মন থেকে তার অপকীর্তি মুছতে পারবেন না। সময় থাকতে ভোটাধিকার ফিরিয়ে দিন। নইলে সরকারের বিপজ্জনক পতন হবে। তাই দ্রুত নিজে পদত্যাগ করে দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিন।’ গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপিকা শাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, ‘আসলে শেখ হাসিনার মুখে সুশাসনের অর্থ হলো দেশব্যাপী মৃত্যুর দোলাচল, গুম ও বিচার বহির্ভূত হত্যার মাত্রা বৃদ্ধি পাওয়া। বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরে রাখা। কারণ তিনি যা বলেন তার উল্টোটাই বাস্তবায়ন করেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের হয় কারাগারে নয়তো এলাকা ছাড়া করা হয়। ভুয়া ভোটে এমপি-মন্ত্রী নির্বাচিত হয়ে এখন বিতর্কিত ও কলঙ্কিত নির্বাচনকে জায়েজ করতে আওয়ামী নেতারা বেপরোয়া হয়ে উঠেছেন। খোদ প্রধানমন্ত্রী নির্বাচনের আলোচনাকে ভিন্ন খাতে ঘুরিয়ে দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মামলার সমালোচনা করেন রিজভী আহমেদ। এছাড়া জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর শাখার প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে র‌্যাব-৭ এর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

সর্বশেষ খবর