বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল দাবিতে অবরোধ

বিশ^বিদ্যালয় প্রতিবেদক

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ করে মুক্তিযোদ্ধা সন্তানরা। গতকাল বিকালে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’র ব্যানারে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড় ও এর চারদিকের রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এর আগে, সরকারি সব চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের আনুপাতিক বয়স বৃদ্ধি, স্বাধীনতাবিরোধী ও তাদের বংশধরদের সরকারি চাকরি থেকে অব্যাহতি প্রদান, জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের অবমাননাকারীদের বিচার ও শাস্তিপ্রদানসহ ৬ দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে আন্দোলনকারীরা। পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে চারদিকের রাস্তা আটকিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। এ সময় অবরোধকারীরা কোটার দাবিতে বিভিন্ন স্লোগান দেন ও প্লাকার্ড বহন করেন। সেগুলোতে লেখা ছিল, ‘৩০ ভাগ কোটার পুনর্বহাল ও শতভাগ বাস্তবায়ন চাই’, ‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘মুক্তিযোদ্ধারা রাস্তায় কেন; মেধাবীরা বলতে পার’ প্রভৃতি। এ সময় তাদের পাশে পুলিশকেও অবস্থান নিতে দেখা যায়।

সর্বশেষ খবর