বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সিলেটে বিশেষ সতর্কতা

বিজিবি ও পুলিশের নজরদারি বৃদ্ধি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

ভারতে ধরপাকড় শুরু হওয়ার পর সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা। গত রবিবার রাতে নগরীর কদমতলীস্থ সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ৬ রোহিঙ্গাকে আটক করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে। এর আগেও সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গাদের আটক করা হয়েছিল। ভারত থেকে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তে বিজিবি ও নগরীতে পুলিশ বিশেষ সতর্কতা জারি করেছে। ভারতে ব্যাপক ধরপাকড় শুরুর পর মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেওয়ার ভয়ে সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা। গত রবিবার রাত ১০টার দিকে সিলেট নগরীর কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে খবর দেন স্থানীয় জনতা। আটককৃতরা নিজেদের মিয়ানমারের আরাকান রাজ্যের সাহেববাজারের বাসিন্দা বলে জানিয়েছেন। তারা জানান, সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। শেখ আহমদ নামে তাদের এক আত্মীয় বর্তমানে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে  আছেন বলেও জানান তারা। জিজ্ঞাসাবাদ শেষে গত সোমবার পুলিশ তাদের কুতুপালং ক্যাম্পে পাঠিয়ে দেয়। আটককৃতদের মধ্যে ছিলেন আরাকান রাজ্যের সাহেববাজারের মৃত আবদুল হোসেনের স্ত্রী হাজেরা খাতুন (৬৫), মত্তুল হোসেনের ছেলে মো. সেলিম (২৫), মেয়ে ইয়াছমিন আরা (১২) ও নুর কালিমা (১০), সেলিমের স্ত্রী জুলেখা (২২) ও শিশুকন্যা আছেফা। এর আগেও সিলেটে একাধিক স্থান থেকে রোহিঙ্গা নাগরিকদের আটক করা হয়েছিল। গত বছর বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টাকালে নগরীর রায়নগর থেকে এক দালাল ও দুই রোহিঙ্গা তরুণীকে আটক করেছিল পুলিশ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও দায়ের করে পুলিশ। এছাড়া গত বছর নগরীর শাহপরাণ থানা এলাকা থেকে আরেক রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ। ভারতে ধরপাকড়ের কারণে রোহিঙ্গারা যাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে এ ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি ও পুলিশ। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, রোহিঙ্গারা যাতে সিলেট নগরীর কোথাও আশ্রয় নিতে না পারে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখা গেলে তাকে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন জানান, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সিলেট ও সুনামগঞ্জের সবকটি সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্তে টহলও বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গাদের পুশ ইন করার চেষ্টা করা হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এছাড়া সীমান্তের যেসব এলাকা দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করার আশঙ্কা রয়েছে সেসব এলাকায় বিজিবি সদস্যরা বিশেষ সতর্ক অবস্থায় রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর