বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পুলিশ মারধরের মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

আদালত প্রতিবেদক

পুলিশ মারধরের মামলায় পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ নয়জনকে এক দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত            জামিন আবেদন নাকচ করে এক দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেয়। আসামিরা হলেন পল্টন থানা ছাত্রলীগ সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরন, ওয়াহিদুল ইসলাম, আরিফ, শেখ রহিম, রাসেল, শাহ্ আলম চঞ্চল, আরিফ হোসেন, কাওসার আহমেদ সাইফ ও মোয়াজ্জেম। এ ছাড়া পল্টন থানার অন্য এক মামলায় সাত আসামির রিমান্ড আবেদন নাকচ করে আদালত। আসামিরা হলেন বি এম আসলাম হোসেন, মেহেদী হাসান, জুয়েল, শরিফুল ইসলাম, সোহেল তালুকদার, সম্রাট ও সাখাওয়াত হোসেন।

মামলাসূত্রে জানা গেছে, গতকাল পল্টনের একটি ভবনে অর্থ আত্মসাৎ, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় পল্টন থানা ছাত্রলীগ সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর