শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সংঘর্ষের জের

বরিশাল ফায়ার সার্ভিসের ৪ জন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে রেশন দেওয়াকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসারসহ ৪ জনকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন- বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন, ফায়ারম্যান জামাল হোসেন, শাহিন হাওলাদার ও আলতাফ হোসেন। গতকাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে, ওই ঘটনায় গঠিত ৩টি তদন্ত কমিটির মধ্যে ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের তদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে। খাদ্য বিভাগের তদন্ত এখনো চলমান রয়েছে। অপরদিকে ২১ জানুয়ারি নগরীর বান্দ রোডের সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে উভয় দফতরের কর্মকর্তাদের নিয়ে সমঝোতা সভায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতিমাসে রেশনের মালামাল কম দেওয়ার অভিযোগ করা হয় খাদ্য বিভাগের বিরুদ্ধে। সভায় জেলা প্রশাসক রেশনের মালামাল কম দেওয়ার বিষয়ে কঠোর হওয়াসহ সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দেন। রেশনের মাল দিতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে ২১ জানুয়ারি বিকাল পৌঁনে ৩টায় নগরীর বান্দ রোডের সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে খাদ্য বিভাগ কর্মচারীদের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর