বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

৩০ ডিসেম্বর হচ্ছে বিএনপির মহাবিপর্যয় দিবস : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বরকে ‘মহাবিপর্যয় দিবস’ হিসেবে বিএনপি পালন করতে পারে। এ মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা ৩০ ডিসেম্বরকে ‘জাতীয় বিপর্যয় দিবস’ পালনের কথা বলছেন। বিএনপি বলেছে ৩০ ডিসেম্বর জাতীয় বিপর্যয়- এটি আসলে বিএনপির মহাবিপর্যয়, সেটা তারা পালন করতে পারে। গতকাল সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। সংলাপে তিনি প্রধান  অতিথি ছিলেন। বিএসআরএফের সভাপতি শ্যামল সরকার সভাপতিত্ব করেন। তথ্যমন্ত্রী বলেন, একটি নির্বাচন করার আগে যে প্রস্তুতি দরকার, যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা দরকার, বিএনপির সবকিছুই ছিল ত্রুটিযুক্ত, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ৮০০ ক্যান্ডিডেটকে নমিনেশন দেওয়া আমাদের দেশে কখনো ঘটেনি। তারা সেটা করেছে। মন্ত্রী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডিএফপির মিডিয়া তালিকায় শীর্ষে অনেক অখ্যাত পত্রিকা দেখা যায়, এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এটা বাস্তবসম্মত করতে পদক্ষেপ নেওয়া হবে। ওয়েজবোর্ড ঘোষণার পর মুষ্টিমেয় কয়েকটি পত্রিকা তা বাস্তবায়ন করে, এ ক্ষেত্রে আপনি কী ভূমিকা রাখবেন- এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ওয়েজবোর্ড যাতে বাস্তবায়ন হয় সেজন্য আমরা মালিকপক্ষের সঙ্গেও আলোচনায় বসব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে সজ্জন ব্যক্তি বলেছেন- আপনি তাকে কী হিসেবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম সজ্জন ব্যক্তি আমিও বলব, তবে তিনি খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন। তিনি এমপি নির্বাচিত হয়েছেন, এজন্য তাকে অভিনন্দন। তবে দলের মহাসচিব হিসেবে তিনি প্রচ ভাবে ব্যর্থ হয়েছেন, এটা বাস্তবতা। সাংবাদিকদের জন্য এ সরকার আবাসিক প্লট দেওয়ার পরিকল্পনা নেবে কিনা- এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে বলা আছে সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করা। নির্বাচনী ইশতেহারে থাকা আবাসনের বিষয়টি আমরা ইনশা আল্লাহ বাস্তবায়ন করব।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর