বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চীনা রাষ্ট্রদূতের কাছে পাতাল রেলে সহায়তা চাইলেন লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময় করেছেন চীনা রাষ্ট্রদূত এইচ ই ঝং জু। গতকাল দুপুরে মেয়রের দফতরে তারা মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূতের কাছে পাতাল রেলের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিশেষজ্ঞ সহায়তা চেয়েছেন লিটন। এর আগে সকালে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী ক্যাডেট  কলেজ পরিদর্শন করেন তিনি। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, বর্জ্য ব্যবস্থাপনা, জলাধার সংরক্ষণ, অবকাঠামো ও প্রযুক্তিগত ব্যবহারে রাসিকের সাফল্যগুলো তুলে ধরা হয়। এ খাতে আরও উন্নয়নের জন্য সহায়তা চাওয়া হয়। এ ছাড়া পাতাল রেলের পরিকল্পনার কথা ভাবছে সিটি করপোরেশন। সেই খাতের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে রাসিক। এর আগে সকালে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী ক্যাডেট কলেজ পরিদর্শন করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর