বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় পিঠা উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় পিঠা উৎসব

ভোজনরসিক বাঙালির অনন্য ঐতিহ্য বাহারি পিঠাকে নগরীর মানুষের সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ করতে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১০ দিনের যুগপূর্তি জাতীয় পিঠা উৎসব, ১৪২৫। উৎসবের যৌথ আয়োজক শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ।

নীলাকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে গতকাল বিকালে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক, চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদ এবং স্বাগত বক্তব্য দেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব খন্দকার শাহ্ আলম। উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে নাচ, গান, নাটক, আবৃত্তি ও জাদু। ১ ফেব্রুয়ারি শেষ হবে ১০ দিনের এ উৎসব।

ইতিহাসনির্ভর প্রেমাখ্যান ‘মৌর্য’ : ২৩০০ বছর আগের ইতিহাসনির্ভর প্রেমাখ্যান নিয়ে কথাসাহিত্যিক আবুল কাসেম রচনা করেছেন ‘মৌর্য’ নামের বই। এটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। এতে সম্রাট চন্দ্রগুপ্তের সঙ্গে গ্রিক সেনাপতি সেলুকাসের কন্যা কর্নেলিয়ার প্রেমের বয়ান রয়েছে।

 তার ইতিহাসাশ্রয়ী উপন্যাস ‘মৌর্যে’ চমকপ্রদ এ প্রেমকাহিনী তুলে ধরেছেন।

গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে উপন্যাসটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে বইটি নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ-কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মন্জুরুল ইসলাম ও রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ^জিৎ ঘোষ। স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর