শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ট্রাফিকের দায়িত্ব পালনে অপেশাদার আচরণ নয়

---------- ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

কেউ ট্রাফিক নিয়ম ভঙ্গ করলে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনো অবস্থায় অপেশাদার আচরণ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল সকালে ডিএমপি সদর দফতরে ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) ট্রাফিক কনফারেন্সে ট্রাফিক পুলিশ সদস্যদের তিনি এ নির্দেশ দেন। ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় যানজট নিয়ন্ত্রণ করা অনেক কষ্টসাধ্য দায়িত্ব। এই কষ্টসাধ্য দায়িত্ব সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পালন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর